নীলফামারীর সৈয়দপুরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শহরের তুলসীরাম বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত সহকারী শিক্ষিকা রোহীলা পারভিনের বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামে এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহত শামসুন্নাহারকে ঘরের ভেতরে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘরের আসবাবপত্র ছিল এলোমেলো, ছড়িয়ে-ছিটিয়ে ছিল রক্তের দাগ। বাড়ির মালিকের পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে সোনাদানা ও মূল্যবান কিছু সামগ্রী চুরি গেছে। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে প্রবেশ করা দুর্বৃত্তদের আঘাতেই ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৈয়দপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে।
মন্তব্য করুন