
বিশ্ব আজ নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে যাওয়ায় মানবজাতি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে। এ পরিস্থিতি থেকে মুক্তির পথ একটাই—প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবনাদর্শ অনুসরণ।
ইসলামের নবজাগরণ এবং মানবতার কল্যাণে মুসলিম উম্মাহকে আবারও তার সিরাত থেকে শিক্ষা নিতে হবে। রাসুল (সা.)-এর দেখানো নীতি, নৈতিকতা ও পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমেই মুসলমানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে।
রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য নব নব অঙ্গীকারের মাস। বিশ্বনবীর সুমহান আদর্শকে ব্যক্তি জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়ন করা এবং অন্যদের প্রতিও তা পৌঁছে দেওয়া—এটিই হওয়া উচিত এ মাসের প্রধান শপথ।
মহান আল্লাহতায়ালা যেন এ রবিউল আউয়াল মাসের বরকত, রাসুল (সা.)-এর ভালোবাসা এবং পরকালীন মুক্তি আমাদের সবার নসিব করেন—এ কামনা সমগ্র মুসলিম উম্মাহর।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।