
"তোমরা হবে স্বপ্নের রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়"—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি জনাব মো. নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব তাজমুল হাসান সাগর, সাবেক কিশোরগঞ্জ উপজেলা সভাপতি জনাব শিব্বির আহমেদ এবং উপজেলা জামায়াত আমীর জনাব আব্দুর রশিদ শাহ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলফামারীর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাও: আবদুল মুনতাকিম।
প্রধান অতিথি নুরুল হুদা তার বক্তব্যে বলেন,
"আজকে যারা এ প্লাস পেয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে ডিসি, এসপি, মন্ত্রী হয়ে দেশের হাল ধরবে। দেশ গঠনের প্রকৃত কারিগর তোমরাই। তাই শিক্ষা জীবনে যেমন কৃতিত্ব দেখিয়েছ, তেমনি নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলীতেও কৃতিত্ব অর্জন করতে হবে।"
তিনি আরও বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয়, প্রকৃত শিক্ষা মানুষের চরিত্র গঠন করে। তোমাদের জীবনের লক্ষ্য শুধু ভালো চাকরি পাওয়া নয়, বরং একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করা।”
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিটি সফলতার পিছনে কঠোর পরিশ্রম, আত্মনিয়োগ ও আল্লাহর প্রতি ভরসা জরুরি। জীবনের প্রতিটি পর্যায়ে ধৈর্য ও অধ্যবসায়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এ প্লাস পাওয়া শুধু শুরু, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান—
পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করা
সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা
প্রযুক্তি ও জ্ঞানকে দেশের কল্যাণে কাজে লাগানো
এবং সর্বোপরি ইসলামী মূল্যবোধে দৃঢ় থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করা।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।