
“কিশোরগঞ্জ হবে দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নগরী”— এমন প্রত্যয় নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন,জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাও: আব্দুল মুত্তাকিম। স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা তাকে প্রতিনিধি হিসেবে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে সৈয়দপুর -কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত থাকবে না।
সভায় বক্তারা উল্লেখ করেন, জনগণ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই স্বচ্ছ ভোটব্যবস্থা নিশ্চিত করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামী ভূমিকা রাখতে হবে।
হাফেজ আব্দুল মুত্তাকিম বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মের হাতে দায়িত্ব অর্পণ করতে হবে। কিশোরগঞ্জকে পৌরসভায় রূপান্তরের জন্য ৯টি ওয়ার্ডের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলব।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। অথচ সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে তাদের প্রাপ্য অধিকার থেকে। এ অবস্থা পরিবর্তন করে দুর্নীতিমুক্ত সৈয়দপুর - কিশোরগঞ্জ গড়াই হবে তার মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।