
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেছেন, “আজকের শিশুরা আগামীদিনের সম্পদ, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রিতম সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের এই সময়টাই সবচেয়ে মূল্যবান। এখনই জীবনের লক্ষ্য ঠিক করে সঠিক পথে এগিয়ে যেতে হবে। মাদক থেকে দূরে থাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধের প্রতিশ্রুতি দিতে হবে। কেউ যদি জোর করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে জানাতে হবে, প্রশাসন ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি এখানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী একদিন তার স্বপ্নের জায়গায় পৌঁছাবে। আমরা চাই শিক্ষার্থীরা প্রতিবন্ধকতা অতিক্রম করে ভালো মানুষ হয়ে উঠুক। স্মার্টফোন ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, প্রীতম সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জান সরকারসহ স্থানীয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।