
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১০ অক্টোবর) দেওয়া এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন,
> “ভেনেজুয়েলায় গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে মারিয়া করিনা মাচাদোর দৃঢ়তা ও সাহস বিশ্ববাসীর কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। নির্যাতন ও বাধার মুখেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি।”
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন,
> “গণতন্ত্রের মজবুত ভিত গড়ে ওঠে তাদের হাত ধরে, যারা অন্যায়ের মুখে নীরব না থেকে সত্যের পক্ষে কথা বলেন। স্বাধীনতা কোনো স্থায়ী অবস্থা নয়— একে রক্ষা করতে হয় সাহস, সততা ও অবিচল সংকল্প দিয়ে।”
নোবেল কমিটির উদ্ধৃতি টেনে তিনি বলেন,
> “মিসেস মাচাদো এমন এক পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন, যেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশ করতে পারে। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন।”
বার্তার শেষে প্রধান উপদেষ্টা বলেন,
> “মারিয়া করিনা মাচাদোর এ অর্জন কেবল ভেনেজুয়েলার নয়, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা।”
মন্তব্য করুন