
নিজস্ব প্রতিবেদক,নীরা :
রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার পড়ল হকিতেও। ক্রিকেটে যেমন ভারত-পাকিস্তানের সম্পর্কের কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড মডেলে, হকিতে সে সুযোগ পেল না পাকিস্তান। ফলে বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দেশটিকে—সরে দাঁড়িয়েছে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে।
আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে পর্দা উঠছে জুনিয়র হকি বিশ্বকাপের। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ)।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এই টুর্নামেন্টে পাকিস্তান ছিল ভারত, চিলি ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে। তবে পাকিস্তান সরে দাঁড়ানোয় এখন পর্যন্ত তাদের পরিবর্তে কোন দল খেলবে, তা জানায়নি আইএইচএফ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নতুন দলের নাম ঘোষণা করা হবে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন,
> “পাকিস্তানের জন্য আমাদের দরজা সবসময় খোলা। তারা খেলতে আসবে কি না, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তবে অনির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।”
এর আগে এশিয়া কাপ হকিতেও একই কারণে ভারত সফর বাতিল করেছিল পাকিস্তান। সেবার তাদের পরিবর্তে খেলেছিল বাংলাদেশ।
জুনিয়র বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলেও পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পিএইচএফের মহাসচিব রানা মুজাহিদ বলেন,
> “আমরা আইএইচএফকে অনুরোধ করেছি, যেন তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করে। বড় টুর্নামেন্টে ভারতের মাটিতে খেলতে না পারা আমাদের হকির জন্য বড় ক্ষতি। যখন ভারতীয় খেলোয়াড়রাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে মুখোমুখি হতে চান না, তখন ভারতে গিয়ে খেলার প্রশ্নই ওঠে না।”
মন্তব্য করুন