
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: বাপ্পী:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু। বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে নৈতিক ও চারিত্রিক গুণাবলির বিকাশ সম্ভব। ইসলামী ফাউন্ডেশনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপ্পী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
📞 ০১৯০৬-৩৩৬৬২০
মন্তব্য করুন