
নিজস্ব প্রতিবেদক নীরা:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলিজনিত সুবিধা, শিক্ষক-কর্মচারীদের সন্তানদের সংরক্ষিত আসন, পারস্পরিক বদলি ভিত্তিক ভর্তি এবং মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর সন্তানদের অগ্রাধিকার—সব মিলিয়ে নতুন নীতিমালাটি আরও সুস্পষ্ট হয়েছে।
বদলিজনিত ভর্তিতে বিশেষ সুযোগ
নতুন নির্দেশনায় জানানো হয়—
মহানগর, সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরে বদলিকৃত কর্মস্থল পূর্ববর্তী কর্মস্থল থেকে যদি গুগল ম্যাপ অনুযায়ী ১০ কিলোমিটারের বেশি দূরে হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সন্তান নিকটতম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
জেলা, উপজেলা বা থানায় বদলি হলে একইভাবে নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তির অনুমতি দেওয়া হবে।
বদলি হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রতি শ্রেণি ও শাখায় মোট আসনের ৫ শতাংশ অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে।
আগে কোনো সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অগ্রাধিকার পাবে।
কেউ পূর্বের কর্মস্থলে পুনরায় বদলি হয়ে এলে তার সন্তানকে আগের স্কুলেই পুনরায় ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।
পারস্পরিক বদলিভিত্তিক ভর্তি
সংশ্লিষ্ট ভর্তি কমিটির আওতায় একই শ্রেণির দুই শিক্ষার্থী চাইলে পারস্পরিক বদলিভিত্তিক ভর্তির আবেদন করতে পারবে। বিদ্যালয় দুটির সম্মতির ভিত্তিতে কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শিক্ষক–কর্মচারীদের সন্তানদের জন্য অতিরিক্ত আসন
প্রত্যেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীর ভর্তি-উপযুক্ত সন্তানের সংখ্যার সমান অতিরিক্ত আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
যদি কোনো শিক্ষক বালক বিদ্যালয়ে কর্মরত থাকেন এবং তার সন্তান বালিকা হয়, তবে নিকটতম বালিকা বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত হবে।
বালিকা বিদ্যালয়ের শিক্ষক হলে এবং সন্তান বালক হলে একই নিয়ম প্রযোজ্য হবে।
সহশিক্ষা বিদ্যালয়ের ক্ষেত্রে সন্তানকে একই বিদ্যালয়ে ভর্তি দিতে অতিরিক্ত আসন রাখতে হবে।
কর্মরত বিদ্যালয়ে কাঙ্ক্ষিত শ্রেণি না থাকলে নিকটবর্তী সরকারি প্রতিষ্ঠানে আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয় প্রধানকে এসব তথ্য ভর্তি কমিটিকে জানাতে হবে।
মৃত সরকারি কর্মচারীর সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা
কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী মৃত্যুবরণ করলে তার সন্তান যে এলাকায় স্থায়ীভাবে বসবাস করবে, সেই এলাকার সরকারি স্কুলে ভর্তির পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।
অভিভাবকহীন বা মৃত্যুবরণজনিত স্থানান্তরে ভর্তির সুযোগ
কোনো শিক্ষার্থীর পিতা-মাতা না থাকলে এবং বাসস্থান পরিবর্তন করতে হলে নতুন এলাকার সরকারি বিদ্যালয়ে সমশ্রেণিতে ভর্তি হতে পারবে।
পিতা বা মাতার মৃত্যুজনিত কারণে পরিবারের আবাস পরিবর্তন হলে একই সুযোগ প্রযোজ্য হবে।
ভর্তি ফি ব্যবস্থাপনা
ভর্তির জন্য নেওয়া মোট ফি থেকে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের চুক্তিমূল্য বাদ দিয়ে অবশিষ্ট অর্থ কীভাবে ব্যবহার করা হবে—তা নির্ধারণে একটি উপকমিটি গঠন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালা প্রয়োগে অস্পষ্টতা দূরীকরণ
নীতিমালা বাস্তবায়নের সময় কোনো অস্পষ্টতা দেখা দিলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় তা নিষ্পত্তি করা হবে।
মন্তব্য করুন