
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাপ্পী
পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হ্যাভেন্স ড্রিম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে মেধা পুরস্কার বিতরণ, পাগড়ী প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী রঙিন আয়োজন ঘিরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।
অনুষ্ঠানে প্অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার ও শেখ মোজাফ্ফর হোসেন ট্রাস্টের চেয়ারম্যান শেখ মোঃ ওমর ফারুক, দেবীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম মাহমুদ, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, ও বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ সহ প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লিয়াকদ আলী বসুনিয়া লায়ন। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এ বি সিদ্দিক (মামুন)।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক শিক্ষা, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব গঠনের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, মেধা ও চরিত্রের সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে ওঠে, যা দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদপত্র ও বিভিন্ন শ্রেনিতে ভালো ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। হিফজ বিভাগে কৃতি চার হাফেজকে পাগড়ী পরিয়ে সম্মাননা দেওয়া হয়। এ সময় তাদের অভিভাবকদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হয়, যা অনুষ্ঠানে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে ইসলামিক গান, কবিতা, নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো বিদ্যালয়প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আয়োজকরা জানান—এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়াতে, সৃজনশীলতা বৃদ্ধি করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০
মন্তব্য করুন