—
নীলফামারী জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জলঢাকা উপজেলার পাঁচটি ইউনিয়নে সেলাই মেশিন, টিউবওয়েল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বালাগ্রাম, কাঁঠালি, গোলমুন্ডা, ধর্মপাল ও গোলনা ইউনিয়নের ২৫ জনকে সেলাই মেশিন, ৩০ জনকে টিউবওয়েল এবং ৪ জন শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মুজাক্কিন ও জলঢাকা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
—
মন্তব্য করুন