নীলফামারী প্রেসক্লাব ও সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে জেলার শাহীপাড়ায় প্রেসক্লাব প্রাঙ্গণে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই সেবামূলক কার্যক্রম।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর আলম। আরও বক্তব্য দেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন।
ক্যাম্পে মোট ৫০০ চক্ষুরোগীকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪০ জনকে চশমা, ১৫০ জনকে বিনামূল্যে ওষুধ এবং ৮০ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা সেবা।
চিকিৎসা নিতে আসা রংপুরের তারাগঞ্জ উপজেলার রোকসানা বেগম বলেন, “চোখের নানা জটিলতা নিয়ে এখানে আসি। আমাকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। নিঃশুল্ক এ সেবা পেয়ে আমি খুবই খুশি।”
সৈয়দপুরের বাবুপাড়া থেকে আসা লায়লা বেগম জানান, “প্রচারণা দেখে এখানে এসেছি। বিনামূল্যে ছানি অপারেশন করাতে পারবো—এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, “জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনেকেই চোখের সমস্যায় ভুগছেন, তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ।”
হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, “মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র আর্থিক সহায়তায় ক্যাম্প পরিচালিত হয়েছে। সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের কাজ সম্পন্ন করে রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আরিফ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন।
দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. সাফিউল হাসান সাকিল।
—
মন্তব্য করুন