নীলফামারীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা ধর্মীয় আচার–অনুষ্ঠান ও ভাবগম্ভীর পরিবেশে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় রথযাত্রার সমাপনি হয়েছে ।
উৎসবে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে। এবার প্রায় আড়াইথেকে তিন হাজার ভক্তের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে নীলফামারী শহর।
জেলার সদরের শ্রী শ্রী জগন্নাথদেব ইসকন মন্দির ও শ্রী শ্রী শিব মন্দির এবং সৈয়দপুরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির ও কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে মূল আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। সেখান থেকেই রঙিন রথ, ঢাক–ঢোল, শঙ্খধ্বনি ও জয়ধ্বনিতে মুখর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় দায়িত্ব পালন করে। আয়োজকরা শোভাযাত্রায় অংশ নেওয়া সকল ভক্তকে ধন্যবাদ জানান এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার–অনুষ্ঠান পালনের আহ্বান জানান।
মন্তব্য করুন