
নীলফামারীর ঐতিহ্যবাহী সেইফ টেকনিক্যাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে চারুকলা, আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ে ২০২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
শনিবার (১২ জুলাই) দুপুরে উকিলের মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাইমান আলী প্রভাষক নীলফামারী সরকারি কলেজ , আজারুল ইসলাম সহকারী অধ্যাপক মশিউর রহমান ডিগ্রী কলেজ জাফর ইকবাল পরিচালক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রেজানুল ইসলাম পরিচালক সেইফ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সভাপতিত্ব করেন মুকেশ সরকার নতুন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। চারুকলা, আইসিটি এবং শারীরিক শিক্ষা– এই তিনটি ক্ষেত্রেই রয়েছে বিশাল সম্ভাবনা। ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে এসব বিষয়ের প্রতি আগ্রহ বাড়াতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ল্যাবরেটরি ঘুরিয়ে দেখানো হয় এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।
সভাপতি মুকেশ সরকার বলেন এই তিনটি বিষয়ে জেলায় অনেক পথ শূন্য রয়েছে যারা এই কোর্স করবে তাদের চাকরির সুযোগ রয়েছে।
মন্তব্য করুন