
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে এন্ট্রি পদের নতুন নাম রাখা হয়েছে ‘শিক্ষক’। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফ।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় সভার সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার প্রাথমিক পদ হবে ‘শিক্ষক’। বর্তমানে সারা দেশে ৩ লাখ ৬২ হাজার ৪১৮ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। তাঁরা সবাই এখন থেকে ‘শিক্ষক’ নামে পরিচিত হবেন।
এ ছাড়া আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামগুলো হলো—
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার → অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
অর্থ কর্মকর্তা → হিসাবরক্ষণ কর্মকর্তা
সহকারী মনিটরিং অফিসার → প্রশাসনিক কর্মকর্তা
পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক → সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)
এই পরিবর্তন দেশের ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
মন্তব্য করুন