
আধুনিক বিষমুক্ত ও জলবায়ু সহনশীল উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত।
সোমবার (২১ জুলাই) দিনব্যাপী এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন করা হয় দেবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রুপরেখা নিয়ে দিনব্যাপী বিশদ আলোচনা হয়।
প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ,প্রধান অতিথির বক্তব্যে বলেন, “পার্টনার প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাদের আয় বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি আরও জানান, কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাতকরণেও সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়-এর উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ। এছাড়াও লক্ষীনারায়ণি সুন্দরদিঘী এলাকার কৃষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, জনপ্রতিনিধি, অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কৃষি উন্নয়নে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
মন্তব্য করুন