
নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি অনুমোদনহীন uPVC পাইপ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ নকল আকিজ পাইপ ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
২১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ বিকেল ৬টায় আকিজ পাইপের নীলফামারী জোনের এরিয়া সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান অভিযোগ করেন, জেলার নতুন পুলিশ লাইন্স এলাকার পশ্চিম পাড়ায় ‘রাশেদ ডিজাইন সেন্টার’-এর ভিতরে একটি অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে আকিজ কোম্পানির লোগো, সিল ও ব্র্যান্ড নাম ব্যবহার করে নকল পাইপ তৈরি ও বাজারজাত করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন, বিএসটিআই, ফায়ার সেফটি ও কারখানা লাইসেন্স ছাড়া গোপনে কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পরিদর্শক (নিঃ) মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম রাত ১১টার দিকে উক্ত কারখানায় অভিযান চালায়। স্থানীয় জনগণের উপস্থিতিতে কারখানার ভিতর থেকে বিপুল সংখ্যক নকল পাইপ, স্কিন প্রিন্টিং ফ্রেম, সিল তৈরির কালি এবং পাইপ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে প্রথমে মোঃ রাশিদুল ইসলাম (৩৮), পিতা- মোঃ আজিজার রহমান, সাং- নতুন পুলিশ লাইন্স (পশ্চিম পাড়া), থানা ও জেলা- নীলফামারী কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে দ্বিতীয় অভিযানে মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, স্টেশন রোড, ডালপট্টি, নীলফামারীর গোডাউনে অভিযান চালিয়ে পাইপ বিক্রয়ের জন্য সংরক্ষিত অবস্থায় থাকা নকল আকিজ পাইপ জব্দ করা হয় এবং মালিক মোঃ আব্দুর রশিদ (৩৬), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- ইটাখোলা পশ্চিম পাড়া, থানা ও জেলা- নীলফামারী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নীলফামারী থানায় ২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে মামলা নং-২৩, ধারা- ৪২০/৪৮২/৪৮৩/৪৮৯ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, অবৈধভাবে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ একটি গুরুতর অপরাধ। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন