প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৫ জুলাই ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আধুনিক জীবনে কোমর ও পিঠের ব্যথা: যোগচর্চায় মিলতে পারে স্বস্তি

বর্তমান দ্রুতগতির জীবনে কোমর ও পিঠের ব্যথা একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা হয়ে উঠেছে। ছোট-বড় সব বয়সী মানুষই এই সমস্যায় ভুগছেন। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকা, স্লিপ ডিস্ক, মেরুদণ্ডের গঠনগত ত্রুটি (যেমন স্কোলিওসিস বা কাইফোসিস), হাড়ক্ষয়, বাত, কিংবা সায়াটিকার মতো সমস্যার কারণে এ ধরনের ব্যথা দেখা দেয়। পাশাপাশি মানসিক চাপও এর একটি বড় কারণ।

এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বা উপশমে আনতে সহায়ক হতে পারে যোগব্যায়াম। গবেষণায় দেখা গেছে, নিয়মিত যোগচর্চা মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, পেশি শক্তিশালী করে, স্নায়ুর ওপর চাপ কমায় এবং শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে। তবে যোগচর্চা শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

পিঠ ও কোমর ব্যথায় উপকারী কয়েকটি যোগাসন:

🔹 পরিবর্তিত মার্জারি-বিটলিসন
চেয়ারে বসে পায়ের পাতা মাটিতে রেখে দুই হাত হাঁটুর ওপর রাখুন। শ্বাস নিতে নিতে বুক সামনের দিকে এনে কোমর পেছনে বাঁকান। শ্বাস ছাড়ার সময় শরীর সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে পিঠ বাঁকান। ২-৩ বার করুন।

🔹 সেতুবন্ধাসন
মাটিতে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন ও পায়ের তলা মাটিতে রাখুন। শ্বাস নিতে নিতে কোমর ও পিঠ উপরের দিকে তুলুন এবং বুক চিবুকে স্পর্শ করানোর চেষ্টা করুন।

🔹 ভুজঙ্গাসন
উপুড় হয়ে শুয়ে নাভি পর্যন্ত অংশ মাটিতে রেখে হাতের তালু বুকের পাশে রাখুন। শ্বাস নিতে নিতে বুক ও মাথা ধীরে ধীরে ওপরে তুলুন।

🔹 পবনমুক্তাসন
চিত হয়ে শুয়ে শ্বাস নিতে নিতে হাঁটু ভাঁজ করে বুকের কাছে আনুন। দুই হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা হাঁটুর দিকে আনুন। উচ্চ রক্তচাপ বা স্পন্ডিলাইটিস থাকলে সতর্কতা প্রয়োজন।

🔹 বক্রাসন
মাটিতে বসে পা সোজা রাখুন। ডান ও বাম হাঁটু ভাঁজ করে পর্যায়ক্রমে পেছনের দিকে মোচড় দিন। শ্বাস ছাড়ার সময় মেরুদণ্ডে ধীরে ধীরে মোচড় দিন।

কিছু করণীয় ও বর্জনীয়:

যদি আপনার স্লিপ ডিস্ক বা স্কোলিওসিস থাকে, তবে সামনে ঝুঁকে কাজ করা, ভারী কিছু তোলা, কিংবা দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা এড়িয়ে চলা উচিত। দৈনন্দিন জীবনে সঠিক ভঙ্গিমায় বসা ও দাঁড়ানো, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং মানসিক চাপ কমিয়ে রাখাও মেরুদণ্ডের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষ কথা:
পিঠ ও কোমর ব্যথা দূর করতে ও সুস্থ মেরুদণ্ড নিশ্চিত করতে নিয়মিত যোগচর্চা হতে পারে কার্যকর উপায়। প্রতিদিন কিছু সময় নিজের শরীর ও মনকে দিন, নিয়মিত অনুশীলনে ফিরিয়ে আনুন ব্যথামুক্ত সুস্থ জীবন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে মার্চের ২০ তারিখে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা: আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস

ডিম: সুপারফুড হলেও সবার জন্য নয় — কারা সতর্ক থাকবেন?

নীলফামারীতে তিন দফা দাবিতে সরকারি কলেজ প্রভাষকদের কর্মবিরতি

শীতে গরম পানিতে গোসল: আরাম না কি লুকানো স্বাস্থ্যঝুঁকি?

উত্তরের জনপদে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় নেমেছে তাপমাত্রা

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দেবীগঞ্জে হ্যাভেন্স ড্রিম স্কুল অ্যান্ড কলেজে মেধা পুরস্কার ও পাগড়ী প্রদান অনুষ্ঠান

গোলমুন্ডা বুড়ি তিস্তা নদীর বাঁধ দিয়ে ড্রাম ট্রাক চলাচলের কারণে জনদুর্ভোগে এলাকাবাসী।

ঘুমের আগে দুটি দোয়া: প্রশান্তি, নিরাপত্তা ও ইমানি সুসংবাদের বার্তা

অঙ্কুরিত আলু: বিশেষজ্ঞরা সতর্ক করলেন, ঝুঁকি হতে পারে প্রাণঘাতী

১০

ভাত খেয়েও কমবে ওজন: নিউট্রিশন কোচদের নতুন পরামর্শ

১১

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নতুন নির্দেশনা: বদলি, অগ্রাধিকার ও সংরক্ষিত আসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন

১২

উত্তরাঞ্চলে কুয়াশার পর্দা—ডিসেম্বরে বাড়তে পারে শৈত্যপ্রবাহের দাপট

১৩

দেবীগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৪

ডায়াবেটিক রোগীদের জন্য কোন কলা উপযুক্ত? বিশেষজ্ঞদের পরামর্শ জানুন

১৫

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির নিচে

১৬

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির, আজ বৈঠকে আলোচনার সম্ভাবনা

১৭

অতিরিক্ত চা পান কিডনির জন্য বিপজ্জনক! বিশেষজ্ঞদের সতর্কবার্তা

১৮

আইসিসির নতুন পরিকল্পনা: টেস্টে ১২ দল, ফিরছে ওয়ানডে সুপার লিগ

১৯

জলঢাকায় প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরন।

২০