
পঞ্চগড়ের দেবীগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হল রুমে দুপুর ১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তনবিরুজ্জামান রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন , জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি,এম রুহুল আমিন, দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন ও সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিম।
বক্তারা তাদের বক্তব্যে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
মন্তব্য করুন