
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল কাইয়ূমের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিকেলে কলেজ হলরুমে এ সভা আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল বাদশা আলমগীর সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের সঙ্গে শিক্ষার পরিবেশ উন্নয়ন, একাডেমিক কার্যক্রম সচল রাখা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
নবনিযুক্ত সভাপতিহিসেবে নির্বাচিত হন দারুণ নাজাহ মডেল ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা, কিশোরগঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও কে,ডি,এফ এর প্রতিষ্ঠাতা আব্দুল কাইয়ূম। তিনিতার বক্তব্যে বলেন, “আমি চাই শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।”
এ সময় শিক্ষক প্রতিনিধিরা ছাড়াও স্থানীয় জামায়াত নেতারা বক্তব্য দেন তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নতুন সভাপতির পাশে থাকার অঙ্গীকার করেন।
সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
মন্তব্য করুন