
ওজন নিয়ন্ত্রণে রাখা বা ত্বকে প্রাকৃতিক গ্লো আনতে অনেকেই চিয়া সিড ব্যবহার করেন। কেউ পানিতে ভিজিয়ে খান, কেউ আবার দুধে ভিজিয়ে সুস্বাদু পুডিং তৈরি করেন। কিন্তু প্রশ্ন উঠছে—চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে খাওয়া সবচেয়ে উপকারী?
চিয়া সিড ভিজিয়ে খাওয়ার সঠিক সময়
চিয়া সিড ভিজিয়ে রাখলে তা আয়তনে ফুলে ওঠে এবং একটি জেলির মতো টেক্সচার নেয়, ফলে খেতে অনেকটাই সহজ হয়। গলায় আটকে যাওয়ার ঝুঁকিও কমে। অনেকেই রাতে ভিজিয়ে রেখে সকালে খান, তবে বিশেষজ্ঞদের মতে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে খেলে তা যথেষ্ট উপকারী। অর্থাৎ, রাতেই ভিজিয়ে রাখার কোনও বাধ্যবাধকতা নেই।
নিয়মিত চিয়া সিড খাওয়ার উপকারিতা
চিয়া সিডে রয়েছে প্রচুর ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। ফলে ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি মেটাবলিজম বাড়াতেও কার্যকরী ভূমিকা রাখে।
তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত চিয়া সিড খেলে হিতে বিপরীত হতে পারে। দিনে ১ থেকে ২ টেবিল চামচের বেশি না খাওয়াই ভালো। বেশি খেলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—শুকনো অবস্থায় চিয়া সিড কখনও খাবেন না, এতে গলায় আটকে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশেষ সতর্কতা: এই প্রতিবেদন শুধুমাত্র সাধারণ তথ্যভিত্তিক। কোনও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নয়। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
মন্তব্য করুন