
বুধবার১৩ আগস্ট, ২০২৫ ইং দুপুর ১টায় জেলা পরিষদ চত্বরে বাই-সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নীলফামারী জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দকৃত অর্থায়নে২৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু জাফর, পরিচালক, স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘আমাদের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সাহস ও অনুপ্রেরণা যোগাতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে’।উপস্থিত ছিলেন নীলফামারী জেলার বিজ্ঞ জেলা প্রশাসক, মোহাম্মদ নায়িরুজ্জামান।তিনি জানান, ‘আমাদের শিক্ষার্থীদেরকে এগিয়ে নিতে শুধু বাই-সাইকেল প্রদান নয়, শিক্ষাবৃত্তিসহ আরো একাধিক প্রকল্প আমরা হাতে নিয়েছি। জেলা পরিষদ, নীলফামারী হবে আপামর জনমানুষের প্রতিষ্ঠান।’
প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আমাদের দেশের ভবিষ্যত কারিগর, কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের জন্য ও মানুষের জন্য নিজেকে তৈরি করতে হবে।’
মন্তব্য করুন