
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারীর)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে গতকাল সকালে ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া এলাকা পরিদর্শন করেছেন, নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
আজ সোমবার (০৬অক্টোবর) বিকালে তিনি এ পরিদর্শন করেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী, নীলফামারী জেলা বারের সভাপতি ও নীলফামারী ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী -৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মনজুরুল ইসলাম (রতন) এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ সহ
স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় অধ্যক্ষ আব্দুস সাত্তার ক্ষতিগ্রস্থ পরিবারের সার্বিক খোজ খবর নেন এবং সবাইকে ” সবরে জামিল ”’ ( উত্তম ধৈর্য ধরার আহবান জানান) তিনি বলেন,
জামাতকর্মী মানেই সমাজকর্মী বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠনের নাম যেখানে যেভাবেই ক্ষতিগ্রস্ত হয় সেখানেই সাথে সাথেই জামাত নেতৃবৃন্দ ছুটে যায়। এবং সমস্যা নিরসন করতে যতদ্রুর্ত সম্ভব কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করে।
আমরা ইতিমধ্যে ৩৫০ টি পরিবারের তালিকা করেছি এই তালিকা কেন্দ্রীয় সংগঠনকে অবগত করা হয়েছে ইতিমধ্যেই সরকারি সেক্রেটারি জেনারেল তিনি এই অঞ্চলেই আছেন আজকের দুর্যোগপূর্ণ ব্যবস্থাপনা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেকের বাড়ি ঘরে থাকার মত ব্যবস্থাপনা নেই যত দ্রুত সম্ভব আমাদের যে যুব বিভাগ রয়েছে কমপক্ষে তারা একটি রুমের ব্যবস্থা করে দিবেন,আর কেন্দ্রীয় সংগঠনের কাছে আমরা নিবেদন জানাবো, কোন কার্যকর ব্যবস্থা হলে আপনারা জানতে পারবেন সেই সাথে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাবো রাষ্ট্র পারে তারা এক একটি বাড়িকে পুনর্বাসন করতে,আমরা আশা করছি সংগঠন ও প্রশাসন মিলেই এই কার্যকর ভূমিকা পালন করা হবে।
এর আগে আজ সকালে উপজেলা জামায়াত ও নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এর সহায়তায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সকালের খাওয়া প্রদান করা হয়।
মন্তব্য করুন