মোঃ সাগর আলী, নীলফামারীঃ নীলফামারীতে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে পালন করা হয়েছে।
গুড নেইবার বাংলাদেশ এর অংশীদার বিদ্যালয়সমূহ, হেলথ ও হাইজিন ক্লাব সদস্যবৃন্দ এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণে CDP অফিস প্রাঙ্গণে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে পালন করা হয়েছে।
এ কার্যক্রমটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (UHFPO) অফিস, সদর, নীলফামারী এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, আলোচনা সভা এবং হাইজিন কিট বিতরণ কার্যক্রম আয়োজন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) (যার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার দে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক); মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, বারুণিরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়; শ্রী গণেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়; মিসেস মঞ্জুয়ারা খাতুন, সহকারী শিক্ষক, সোনগলশি হাজীপাড়া আলিম মাদ্রাসা; মিসেস রাশিদা বেগম, সহকারী শিক্ষক, সোনারায় সোনগলশি উচ্চ বিদ্যালয়; এবং নীলফামারী CDP হেলথ টিম।
ছাত্রছাত্রী, শিক্ষক ও কমিউনিটি সদস্যদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মন্তব্য করুন