প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ অক্টোবর ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আইসিবিসি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ করেসপন্ডেন্ট

কাগজে-কলমে চলছে কোটি টাকার প্রকল্প, কিন্তু মাঠে নেই কোনো কার্যক্রম। নীলফামারীতে শিশুদের কল্যাণে নেওয়া ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ডকেয়ার (ICBC) প্রকল্পে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়নকারী এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, দায়িত্বে অবহেলা ও অনৈতিক আচরণের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

‘শিশুরাই রত্ন, করব যত্ন’—স্লোগানেই শেষ যত্ন:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত ICBC প্রকল্পের উদ্দেশ্য ছিল শিশুদের প্রারম্ভিক বিকাশ, সঠিক যত্ন ও সাঁতার প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। নীলফামারীতে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা লোকাল আইডিয়া ফর এমপাওয়ারমেন্ট (লাইফ)।
কিন্তু বাস্তবে প্রকল্পটি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। জেলা শিশু একাডেমি ও একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- এনজিওটির কার্যক্রম প্রায় অচল। অন্যদিকে এনজিও কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতনদের দাবি পূরণ না করায় তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অভিযোগ–প্রতিঅভিযোগে জর্জরিত প্রকল্প:
এনজিওর উপপরিচালক সুভাষচন্দ্র পাল দাবি করেন, একজন ইউএনও আমার কাছে কিছু দাবি করেছিলেন। তা না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দিয়েছেন। প্রকৃতপক্ষে জেলা শিশু কর্মকর্তা অর্থ বরাদ্দের প্রত্যয়নে কালক্ষেপণ করেন- এটাই সমস্যার মূল।
প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো. মাদুল মিয়া বলেন, আমরা মাঠে কাজ করি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই।
কাগজে যত্ন কেন্দ্র, মাঠে নেই অস্তিত্ব:
প্রকল্প অনুযায়ী জেলার ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ৫০০টি শিশু যত্ন কেন্দ্র এবং ৫০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র থাকার কথা। কিন্তু মাঠ পর্যায়ে বেশিরভাগ কেন্দ্রের অস্তিত্বই নেই।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, এই প্রকল্প সম্পর্কে আমি কিছুই জানি না। কোনো এনজিও কখনো আমার কাছে আসেনি।
নিয়ম অনুযায়ী তিনি এলাকার গ্রাম ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবগত থাকার কথা, কিন্তু তাকেই কোনো তথ্য জানানো হয়নি।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, প্রতিমাসে এনজিও সমন্বয় সভা হয়, কিন্তু কখনো ‘লাইফ’ এনজিওর প্রতিনিধিকে উপস্থিত পাইনি।
তিনি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি হলেও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।
অর্থ লেনদেন, অনৈতিক সম্পর্ক ও বেতন বঞ্চনার অভিযোগ:
প্রকল্পে কর্মরত অনেকেই অভিযোগ করেছেন- বেতন অনিয়ম, পদায়নে অর্থ লেনদেন এবং অনৈতিক আচরণ এখন নিত্যদিনের ঘটনা।
সৈয়দপুর উপজেলা ইসিসিডি অফিসের কর্মকর্তা শাহিনা বেগম অভিযোগ করেন, ২০২৪ সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই উপপরিচালক সুভাষচন্দ্র পাল আমাকে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তিনি আমাকে ৯ মাসের বেতন না দিয়েই চাকরি থেকে বাদ দেন।
স্থানীয় বিউটি বেগম জানান, আমার বাড়িতে একটি শিশু যত্ন কেন্দ্র ছিল, কিন্তু যত্নকারীদের বেতন না হওয়ায় তিন মাস ধরে বন্ধ।
সহকারী যত্নকারক জেসমিন আক্তার বলেন, আমাদের কেন্দ্রে বিদ্যুৎ বা ফ্যান নেই। গরমে শিশুরা আসে না। টিফিনের ব্যবস্থা থাকলে শিশুরা আগ্রহী হতো।
সাঁতার প্রশিক্ষণও বন্ধ অনিয়মে:
সাঁতার প্রশিক্ষক রোবিনা আক্তার বলেন, নয় মাস কাজ করেছি, কিন্তু মাত্র তিন মাসের বেতন পেয়েছি। তাই বাধ্য হয়ে সাঁতারের কার্যক্রম বন্ধ রেখেছি।
স্থানীয়দের অভিযোগ, সাঁতার প্রশিক্ষণ বন্ধ থাকায় শিশুদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সম্প্রতি ৬ বছরের এক শিশুর পানিতে পড়ে মৃত্যুতে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।
দুই পক্ষের দোষারোপে স্থবির প্রকল্প:
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, পরিদর্শনে গেলে সব ঠিকঠাক দেখি, তবে ভিজিটের বাইরে গ্যাপ থাকে- এটাই বাংলাদেশের বাস্তবতা।
অন্যদিকে এনজিওর উপপরিচালক সুভাষচন্দ্র পাল দাবি করেন, সময়মতো বরাদ্দ না পাওয়ায় বেতন দিতে পারিনি। শিশু কর্মকর্তা প্রত্যয়নপত্রে দেরি করেন- এটাই মূল বাধা।
প্রশাসনের আশ্বাস তদন্তের:
জেলা প্রশাসক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
২৫ কোটি টাকার প্রকল্প, মাঠে নেই স্বচ্ছতা:
২০২২ সালে দেশের ১৬ জেলায় শুরু হওয়া এই ICBC প্রকল্পের আওতায় নীলফামারীতে প্রতি বছর ব্যয় দেখানো হয়েছে ৬ কোটির বেশি টাকা। এখন পর্যন্ত এই জেলায় ব্যয় দেখানো হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।
শিশুদের বিকাশ ও সুরক্ষার নামে নেওয়া এই উদ্যোগ এখন অব্যবস্থাপনা, অনিয়ম ও লুটপাটের প্রতীকে পরিণত হয়েছে।
স্থানীয়দের একটাই দাবি—
শিশুদের ভবিষ্যৎ গড়ার নামে দুর্নীতির এই খেলা বন্ধ করতে হবে। নইলে ক্ষতিগ্রস্ত হবে পুরো প্রজন্ম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র’— হাদিস নয়, বলছেন গবেষকরা

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

কিশোরগঞ্জ উপজেলা শহর এখন সিসি ক্যামেরার আওতায় নিজ কার্যালয় থেকেই বাজারের চিত্র পর্যবেক্ষণ করছেন ইউএনও প্রীতম সাহা

প্রতিদিন এক মাস হলুদ খেলে কী হয় শরীরে? জানাল বিশেষজ্ঞরা

বিপিএলে প্রস্তুতির জোর: নিলামের আগেই তারকা দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো

আবারও লুসাইলে মেসি! মার্চে হতে পারে আর্জেন্টিনা–স্পেনের ফিনালিসিমা

ডোমারে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্য কারাগারে

চার (০৪)দফা দাবীতে বিসিএস প্রভাষকদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে স্কুলে ক্লাস বন্ধ করে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

এশিয়া কাপের ট্রফি বিতর্কের অবসান: অবশেষে সমঝোতার পথে ভারত-পাকিস্তানে

১০

থাইরয়েড থাকলে কি বাঁধাকপি-ফুলকপি খাওয়া ক্ষতিকর? বিশেষজ্ঞের পরামর্শে জানুন সত্যি কথা

১১

নীলফামারী-২ আসনে আখতারুজ্জামান খানের মনোনয়ন প্রত্যাশা

১২

নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

গালাতাসারাইয়ের নজরে লিওনেল মেসি, হতে পারে অবিশ্বাস্য শীতকালীন ট্রান্সফার!

১৪

৯-১০ নভেম্বর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে নামবে রাতের তাপমাত্রা, প্রস্তুত থাকুন শীতের আমেজে

১৫

নীলফামারীতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে নাড়া বাংলাদেশ ক্রিকেটে, তদন্তে নামছে বিসিবি

১৭

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

১৯

আরপিও সংশোধনে নতুন বিতর্ক: ‘নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক’ বিধান নিয়ে দ্বিধায় রাজনৈতিক অঙ্গন

২০