নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারক চক্রের মূল হোতা সহ ০৪ জন আটক। গত ২২ জুন ২০২৫ খ্রিঃ অনলাইন ভিসা প্রতারণার শিকার মোঃ নয়ন (২৯) পিতা-মৃত আলাউদ্দিন ছৈয়াল সাং- দক্ষিন ডামুড্যা, থানা- ডামুড্যা, জেলা শরিয়তপুর ১৯,১০,০০০/-(উনিশ লক্ষ দশ হাজার) টাকা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিতভাবে অভিযোগ দায়ের করিলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উক্ত অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করে গোয়েন্দা শাখা। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পাইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ রুজু (১৯), ২। মোঃ রাজু (২৬) উভয় পিতা- মোঃ কহিনুর, ৩। মোঃ শাকিল (২৫), পিতা মোঃ মনোয়ার হোসেন, সর্ব সাং- মুসরুত পানিয়াল পুকুর, ৪। আল আমিন (২০) পিতা- মৃত মুকুল, সাং- মুসরুত বটতলা, সর্ব থানা- কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীদের কে আটক করা হয়। আটককৃত আসামীদের নিকট হইতে ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ৬টি এবং বাটন মোবাইল ফোন ৩টি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে আটককৃত আসামীরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলার তদন্ত চলমান।
মন্তব্য করুন