নীলফামারীতে দীর্ঘ ৯ বছর সন্তান না থাকার পর এক দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নিল তিনটি শিশু—এক কন্যা ও দুই পুত্র। নবজাতক ও তাদের মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
জানা গেছে, প্রসূতির চিকিৎসা শুরু হয় ৯ মাস আগে নীলফামারীর স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকির তত্ত্বাবধানে। চিকিৎসা শুরুর পর থেকেই নিয়মিত পর্যবেক্ষণ ও সেবার মাধ্যমে এই সাফল্যের পথে এগিয়ে যান তারা।
ডা. রাজিয়া লাকি জানান, “দীর্ঘদিন বন্ধ্যাত্বে ভোগার পর এই দম্পতি সন্তানের আশায় চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা ও পরিচর্যার সুফলে আজ তারা একসঙ্গে তিন নবজাতকের মুখ দেখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, মা ও সন্তানরা সুস্থ আছেন।”
এই খবরে পরিবারে আনন্দের বন্যা বইছে। নবজাতকদের আগমনে তাদের পরিবারে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। চিকিৎসকের আন্তরিকতা ও ভালোবাসার জন্য পরিবারটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
মন্তব্য করুন