নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ডালিয়া নদীতে (সেলফি ঘাট) ডুবে জুনায়েদ ইসলাম (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ইসলাম সৈয়দপুর উপজেলার লক্ষণপুর সোলেমান পাড়ার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ শুক্রবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জুনায়েদের পরিবারের সদস্যরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন।
মন্তব্য করুন