হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে ২ হাজার ৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে উড্ডয়ন করা বিমানটি রানওয়ে ত্যাগ করার কিছুক্ষণ পরই সমস্যার আভাস পাওয়া যায়। দ্রুত সতর্কতা জারি করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে পাইলট। পরে সফলভাবে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বিমানে থাকা যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে সিঙ্গাপুর ফ্লাইটটি সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মন্তব্য করুন