দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা, বর্ষা মৌসুমের কারণে জুলাই মাসে ডেঙ্গু সংক্রমণ দ্বিগুণ হতে পারে। জুন মাসের প্রথম ২৭ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বেড়ে যায়। ঠিকঠাক মশা নিয়ন্ত্রণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ কারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তবে স্থানীয় পর্যায়ে সঠিক মশা নিধন কার্যক্রম না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন