নীলফামারী শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে উঠে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার (৫ জুলাই) বিকেলে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে দোকানটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় দোকানটির আশপাশে কিছু পথচারী ও ক্রেতা থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।
মন্তব্য করুন