নীলফামারী সরকারি কলেজে অনুষ্ঠিত হলো “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
শনিবার (৬ জুলাই ২০২৫) সকাল ১১ টায় নীলফামারী সরকারি কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে “EDGE – Enhancing Digital Government and Economy” প্রকল্পের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (CDT)-এর পরিচালক ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. বাবুল হোসেন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও ফোকাল পার্সন মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন বর্তমান যুগে অত্যন্ত জরুরি। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্রেইনিংটি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। সময়কাল ছিল ৬০ ঘণ্টা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন