
চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তিতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি এবার যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। পাশাপাশি আবেদন ফি বাড়ানোসহ ভর্তির সময়সূচিতেও কিছু নতুন সংযোজন আসছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালাটি চূড়ান্ত করতে আগামী ২২ জুলাই একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়ের। উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন কোটা সংযোজন
বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা এই বছর থেকে কার্যকর হতে যাচ্ছে। তবে এটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য হতে পারে, এমনটিও আলোচনায় রয়েছে। পরবর্তী বছর থেকে সব ধরনের কোটাব্যবস্থা তুলে দেওয়ার বিষয়েও নীতিনির্ধারক মহলে আলোচনা চলছে।
আবেদন ফি বাড়ছে ৭০ টাকা
এবার একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফি বাড়ানো হয়েছে। আগের ১৫০ টাকার পরিবর্তে এবার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।
ভর্তির সময়সূচি
আবেদন গ্রহণ: ২৪ জুলাই – ৯ আগস্ট
প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ২১ আগস্ট
নিশ্চায়ন: ২৫ আগস্ট
দ্বিতীয় পর্যায়ের আবেদন: ২৬ – ২৮ আগস্ট
দ্বিতীয় পর্যায়ের ফল: ৩১ আগস্ট
তৃতীয় পর্যায়ের আবেদন: ৫ – ৮ সেপ্টেম্বর
তৃতীয় পর্যায়ের ফল: ১০ সেপ্টেম্বর
মাইগ্রেশনের ফল: ১৪ সেপ্টেম্বর
ভর্তি কার্যক্রম: ১৫ – ২৮ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ৩০ সেপ্টেম্বর
পছন্দের বিষয় নির্বাচনে স্বাধীনতা
এই বছর শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচনের ক্ষেত্রেও কিছু স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ফলে শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিল রেখে বিষয় নির্বাচন করতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই পরিবর্তনগুলো ভর্তিপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন