
দেশের যুবসমাজকে আত্মবিশ্বাসী, সচেতন ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে নতুন একটি প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প’ নামের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের যুবকদের মধ্যে আত্মরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমাজে অপরাধপ্রবণতা কমিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ প্রকল্পের আওতায় দেশের যুবক-যুবতীদের চারটি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে—জুডো, কারাতে, শুটিং এবং তায়কোয়ান্দো। এসব প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ শুধু আত্মরক্ষার কৌশলেই দক্ষ হবে না, বরং তারা হয়ে উঠবে শৃঙ্খলাবদ্ধ, আত্মপ্রত্যয়ী এবং সাহসী নাগরিক। প্রশিক্ষণের ফলে তারা শারীরিক ভারসাম্য অর্জন, আত্মনিয়ন্ত্রণ, সতর্কতা, নিজস্ব সম্মানবোধ ও লড়াকু মনোভাব গঠনে সহায়ক হবে বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালবেলাকে জানান, “বিকেএসপিতে সীমিত আকারে কিছু প্রশিক্ষণ কার্যক্রম চললেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের প্রকল্প এই প্রথম হাতে নেওয়া হয়েছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।”
ডিপিপি অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। এর মধ্যে ২৩ কোটি ১০ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় হবে সরাসরি প্রশিক্ষণ কার্যক্রমে। আসবাবপত্র কেনাকাটায় বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকা। বাকি অর্থ ব্যয় হবে প্রশিক্ষণার্থীদের আবাসস্থল সংস্কার, প্রশিক্ষণ যন্ত্রপাতি, যানবাহন, প্রচার ও বিজ্ঞাপন, সম্মানী ভাতা, আপ্যায়ন, মূল্যায়নসহ অন্যান্য খাতে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি আত্মপ্রত্যয়ী, আত্মনির্ভরশীল এবং সচেতন প্রজন্ম গড়ে তোলার পথ সুগম হবে, যা দেশের সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন