
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে গালিগালাজ ও মাকে মারধরের অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দণ্ডাদেশ দেওয়া হয় এবং শনিবার (৯ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ রাজিব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী আগে ব্যবসা করতেন। তবে গত কয়েক মাস ধরে তিনি অনলাইনে ক্যাসিনো গেমে আসক্ত হয়ে ব্যবসার পুঁজি ও বাড়ির জমানো টাকা উড়িয়ে ফেলেন। পরে বাড়ির গরুসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে পিতা-মাতা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পিতাকে গালিগালাজ ও মাতাকে মারধর করেন।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বলেন, শুক্রবার গোলাম রব্বানী ক্যাসিনোর টাকার জন্য বাড়ির গরুসহ অন্যান্য জিনিস বিক্রির চেষ্টা করলে তার মা-বাবা বাধা দেন। এক পর্যায়ে তিনি বাবাকে গালিগালাজ ও মাকে মারধর করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, আসামি ঘটনার সত্যতা স্বীকার করায় দণ্ডবিধির ১৮৬০ এর ৩৫৫ ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গোলাম রব্বানীকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন