
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:, বাপ্পি
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জহির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে গেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং পামুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পামুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির উদ্দিন ও একই এলাকার মধু মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। ঘটনার দিন দুপুরে জহির উদ্দিন ঘাস কেটে সাইকেলে বাড়ি ফেরার সময় মধু মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রীরা মিলে তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে শাবল ও রড দিয়ে তাকে পেটানো হলে জহিরের দুই পা ভেঙে যায় এবং একটি পা ঝুলে পড়ে।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় জহিরকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জহিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার পর হামলাকারী মধু ও তার ছেলে মানিক নিজেরাও আহত হওয়ার দাবি করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে স্থানীয়রা জানান, নিজেদের দোষ আড়াল করতে তারা নাটক সাজিয়ে নিজেরাই নিজেদের আঘাত করেছেন। এমনকি মানিক নিজেই ব্লেড দিয়ে কপালে কেটে হাসপাতালে আসে বলেও অভিযোগ ওঠে।
স্থানীয়দের ভাষ্য, “যেখানে জহিরকে একা পেয়ে তারা নির্মমভাবে পেটায়, সেখানে তাদের ওপর পাল্টা হামলার প্রশ্নই আসে না।”
এ সময় খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধু ও মানিককে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০
মন্তব্য করুন