
নিজস্ব প্রতিবেদক, নীরা :
বরগুনার বেতাগী উপজেলার ইতি বেগম (৩৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইতি বেগম বেতাগীর মিলন মিয়ার স্ত্রী ছিলেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গুতে এটি বিভাগে ৩৫তম মৃত্যু। এর মধ্যে বরগুনা জেলারই মৃত্যু হয়েছে সর্বোচ্চ ১৪ জনের। এছাড়া শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২০ জন, যাদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫ হাজার ৫৭৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র বরগুনা জেলাতেই আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৭ জন, যা বিভাগে সর্বোচ্চ। ফলে বরগুনাকে ডেঙ্গু ও এডিস মশার ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে ১৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২৬ জন।
ডেঙ্গু সচেতনতা বাড়লেও হুমকি রয়ে গেছে
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও জানান, ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা সচেতনতা তৈরি হলেও এখনো ঝুঁকি পুরোপুরি কাটেনি। বিশেষ করে জলাবদ্ধতা, পরিবেশের অপরিচ্ছন্নতা ও বাড়ির আশপাশে জমে থাকা পানির কারণে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না।
তিনি জনসাধারণকে নিয়মিত বাসা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। সময়মতো চিকিৎসা গ্রহণ এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এডিস মশাবাহিত এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান তিনি।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ডেঙ্গু প্রতিরোধে করণীয়:
সপ্তাহে অন্তত একবার বাড়ির চারপাশ পরিষ্কার করুন
ফুলদানি, টব, টায়ার বা যেকোনো পানির পাত্রে পানি জমতে দেবেন না
সম্পূর্ণ হাত-পা ঢাকা জামাকাপড় পরুন
ডেঙ্গু আক্রান্ত হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন
মন্তব্য করুন