
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ থানার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন,গদা মাঝাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. দুলাল হোসেন (২৮)
অভিযানকালে তাকে গাঁজাসহ হাতে-নাতে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় কিশোরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্য করুন