
নিজস্ব প্রতিবেদক নীরা:
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার পেরিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সারা দেশে নতুন করে ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসেবে দেখা যায় —
বরিশালে ১২৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বাইরে জেলা পর্যায়ে ১২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২০ জন, দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনায় ১৩ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৬৭ হাজার ৪৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫১৩ জনে। এ সময়ের মধ্যে ভাইরাসজনিত এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জনে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়াগত পরিবর্তন ও জনসচেতনতার ঘাটতি ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। তাঁরা মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন