—
নীলফামারীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে সাতটি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে জেলা সদরের বাইপাস সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে মামলা ও জরিমানা করা হয়।
অভিযানকালে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) এস. এম. মাহবুবুর রহমান এবং মোটরযান পরিদর্শক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, ঈদুল আজহার পর যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, নির্ধারিত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও হেলমেট পরিধান নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
–
মন্তব্য করুন