—
নীলফামারীতে হিন্দু ধর্মীয় পুরোহিতদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৯ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৭ জুন) শহরের কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ২৫ জন পুরোহিত অংশ নিচ্ছেন। ধর্মীয় আচার-বিচার, সংস্কার অনুষ্ঠান, শুদ্ধ উচ্চারণ ও আধুনিক ধর্মীয় জ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ধর্মীয় সহিষ্ণুতা ও সংস্কৃতির বিকাশে প্রশিক্ষিত পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই আয়োজন সবার মাঝে সৌহার্দ্য ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
আয়োজকরা জানান, প্রশিক্ষণে জাতীয় ও স্থানীয় পর্যায়ের ধর্মীয় বিশেষজ্ঞরা প্রতিদিন ক্লাস নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে টানা নয় দিন।
—
মন্তব্য করুন