দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাত্র ১০ হাজার টাকার জন্য এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ঘনিষ্ঠ বন্ধুর হাতে খুন হয়েছেন সাধন চন্দ্র রায় (২৫) নামে এক যুবক। হত্যার দায় স্বীকার করেছে তার বন্ধু মনোজিৎ রায় ওরফে মম (২৫)।
পুলিশ জানায়, ঘটনার চারদিন পর শুক্রবার (২৭ জুন) ঠাকুরগাঁও জেলা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মনোজিৎকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ জুন) তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি পুকুর থেকে নিহত সাধনের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘনিষ্ঠ বন্ধুর হাতে এমন নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় স্থানীয়রা মর্মাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন