নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা প্রদান করেছে ডিমলা উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন। শনিবার (২৮ জুন) দুপুরে ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, প্রচার সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, তুহিনের কন্যা ডা. আরিফা, ইসলাম বক্তব্য রাখেন।
মন্তব্য করুন