
রাতে ভালোভাবে ঘুমিয়ে সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শরীরের জন্য উপকারী হলেও, ঘুম ভেঙেই ভুল খাবার খাওয়ার অভ্যাস হতে পারে বিপদের কারণ। চিকিৎসকরা বলছেন, খালি পেটে কিছু কিছু খাবার খেলে হজমে সমস্যা, অ্যাসিডিটি এমনকি দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতাও দেখা দিতে পারে।
জেনে নিন সেই ৪টি খাবার সম্পর্কে, যেগুলো খালি পেটে না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা—
১. মসলাদার খাবার
খালি পেটে ঝাল বা বেশি মসলাদার খাবার খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া হতে পারে। এমনকি দীর্ঘদিন এই অভ্যাস থাকলে আলসারের ঝুঁকিও বাড়ে। কারণ, এ ধরনের খাবার পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তোলে।
২. দুধ ও দই
অনেকেই ভাবেন সকালে উঠে দুধ বা দই খাওয়া ভালো। কিন্তু খালি পেটে এগুলো খেলে পাকস্থলীর অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ফলে হজমে সমস্যা হয় এবং পেট ভার অনুভূত হয়।
৩. টকজাতীয় ফল
কমলা, লেবু, আনারস ইত্যাদি টকজাতীয় ফলে থাকে সাইট্রিক অ্যাসিড। খালি পেটে এগুলো খেলে অ্যাসিডের পরিমাণ হঠাৎ বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক, অ্যাসিড রিফ্লাক্স এবং পেটের অস্বস্তি তৈরি করতে পারে।
৪. মিষ্টি বা চিনি জাতীয় খাবার
সকালে খালি পেটে চিনি বা মিষ্টিজাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এতে শরীরের ইনসুলিন ভারসাম্য বিঘ্নিত হয়, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
মন্তব্য করুন