
নিজস্ব প্রতিবেদক, রকি :
নীলফামারীতে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের মালিকের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নীলফামারী-ডোমার সড়কের বাইপাস মোড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও জানান, চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং শব্দদূষণ রোধে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন