মিডিয়া ব্রিফিং…
নীলফামারী ব্যাটালিয়ন এর অধিনায়ক বলেছেন আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অপরাধ দমন সীমান্ত দিয়ে গরু চোরা চালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (৫ই জুন) বিকেলের দিকে মিডিয়া ব্রিফিংয়ে নীলফামারী ব্যাটালিয়ন এর অধিনায়ক আরও বলেন এবছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু ঢুকতে না পারে সেজন্য ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে ঈদের পর কুরবানীর চামড়া যাতে সীমান্তে দিয়ে পাচার হতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে ঠাকুর ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬বিজিবি।
মন্তব্য করুন