| নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন শনিবার জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতারা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহিম এবং সদস্য আহম্মেদ আলী বাবু।
সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।
এসময় বক্তারা শহীদ জিয়ার স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় পুণর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্মরণ করা হয়।#
মন্তব্য করুন