পঞ্চগড়ের সদর উপজেলার চারমাইল এলাকায় নির্মমতার শিকার হয়েছেন এক শ্রমজীবী নারী। কাজ শেষে কোলের শিশুসন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে গলা চেপে ধরে গণধর্ষণ করে। পরে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করলে তিনি অচেতন হয়ে পড়েন।
অচেতন অবস্থায় তাকে রাস্তার পাশে ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছু সময় পর শিশুটির কান্নার আওয়াজ শুনে পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ভুক্তভোগী নারী ও তার শিশুসন্তান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন