
পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন আজ (১২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সম্মেলনের আয়োজন করে বোদা উপজেলা শাখা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং গত বছর জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত ও প্রয়াত শিক্ষক-কর্মচারীদের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতীয়করণ ছাড়া শিক্ষা খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। আগামি জাতীয় নির্বাচনে যদি বিএনপি সংসদে যেতে পারে, তবে আপনাদের দাবিগুলো সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
তোয়াবুর রহমান – সভাপতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, পঞ্চগড় জেলা শাখা
কাজী মোঃ কায়েদ-ই-আজম – সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, পঞ্চগড়
মোঃ সাইফুল্লাহ – আহ্বায়ক, মাদ্রাসা শিক্ষক সমিতি, পঞ্চগড়
মোঃ আনছারুল ইসলাম হেলাল – আহ্বায়ক, শিক্ষক সমিতি, পঞ্চগড়
মোঃ রফিকুল ইসলাম – সভাপতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারি ফেডারেশন, পঞ্চগড়
সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম সোহাগ, আহ্বায়ক – শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বোদা উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইব্রাহীম খলিল।
এছাড়াও দেবীগঞ্জ উপজেলার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্যবৃন্দ, বোদা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্যায়ে মোঃ সাইফুল ইসলাম সোহাগকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে বলে আয়োজকরা জানান।
মন্তব্য করুন