
“জুলাই যোদ্ধাদের বীরত্বের প্রতি সম্মান ও স্বীকৃতি স্বরূপ বৃক্ষরোপণ কর্মসূচি”
৬ জুলাই তারিখে স্মরণীয় “জুলাই গণঅভ্যুত্থান” এর বীরদের /যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে জেলা প্রসাশক, নীলফামারী।
“বাংলাদেশের বীর সন্তানরা জীবন দিয়ে যে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের স্মরণে ও বীরত্বের প্রতি সম্মান জানাতে আয়োজিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।”
জুলাই মাস, যা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ ও সাহসের গল্প। সেই গৌরবময় স্মৃতিকে অম্লান রাখতে আজ স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি।
“সবুজে সবুজে ঢাকা হোক আমাদের ভবিষ্যৎ, আর সেই সঙ্গে চির স্মরণীয় হয়ে থাকুক এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বীরগাথা।”
নীলফামারী জেলার প্রত্যেক জুলাই যোদ্ধাদের নামে একটি করে বৃক্ষ রোপন করা হবে তাদের নিজ শিক্ষা ক্যাম্পাসে।এরেই ধারাবাহিকতায় মশিউর রহমান ডিগ্রি কলেজ,নীলফামারীতে আহত জুলাই যোদ্ধা মো:রইসুল ইসলাম অম্লানের নামে একটি বৃক্ষ রোপন করা হয়।
এই কর্মসূচির উদ্বধোন করেন জুলাই যোদ্ধা মো:রইসুল ইসলাম অম্লান। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের দর্শন বিভাগের একজন কৃতকার্য ছাত্র। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের বিভিন্ন বিভাগীয় প্রভাষক সহ প্রমুখ।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মো:রেজোয়ান আহমেদ বলেন জুলাই যোদ্ধাদের স্বরণ রাখতে আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচি।
রইসুল ইসলাম অম্লান জানান,জেলা প্রসাশক মহাদয়ের উদ্যোগে এই মহতি কার্যকে স্বাগত জানাই।পাশাপাশি মশিউর রহমান ডিগ্রি কলেজ এর কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই।
“জুলাই আমাদের আত্মত্যাগ, সাহস ও স্বাধীনচেতা চেতনার প্রতীক। এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সেই চেতনাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি।”
পরিবেশ রক্ষা ও ইতিহাস স্মরণ—এই দুই উদ্দেশ্যে আয়োজিত এমন কার্যক্রমে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।
নীল বাংলার কন্ঠ, নীলফামারী
মন্তব্য করুন